Thursday, January 15th, 2026, 3:47 pm

পরশুরামে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

ফেনী প্রতিনিধিঃ

‎ফেনী জেলার পরশুরামে উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

‎গত বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসএম শাফায়াত আকতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃহরি কমল মজুদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ।‎

‎জাতীয় নির্বাচন ও গণভোট কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম।

‎সভায় বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী আচরণবিধি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সঠিক ধারণা সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন,নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও সভায় জানানো হয়।