হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনীতিতে নবাগতরা দায়িত্বনজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন । কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা অহেতুক প্রশ্নবিদ্ধ করতে এবং জাতীয় নেতাদের বিরুদ্ধেও উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারা। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ তারেক রহমানের যুগান্তকারী কর্মসূচিকে সমর্থন ও সমাদৃত করছে । জনও সম্পৃক্ত ও জন সমাদৃত এসব কর্মসূচীর বিরুদ্ধে কথা বলে জন বিরোধীর তকমা নিজেদের গায়ে লাগাবেন না।
আজ (১৪ জানুয়ারী) বিকেলে হালুয়াঘাট সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামে নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও ভোটাধিকার হরণের প্রতিবাদ থেকেই আমাদের রাজনীতি। তাই প্রতিটি কর্মীকে মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সাহসিকতার সাথে নির্বাচনী মাঠে থাকতে হবে। তিনি বলেন তৃণমূলের নেতাকর্মী ও জনগণের ঐক্য, সততা ও সাংগঠনিক শক্তিই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে সফল করতে হবে।
হাজী আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা শাসুল হক, স্থানীয় ব্যবসায়ী জহিরুল হক, ইউসুফ আলী ,আব্দুর রজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন ।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা