কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে সরকারের নির্দেশনাকে না মেনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে আবুল হাসনাত নামের এক ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) সকালে পৌরসভার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন এ জরিমানা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরঘাটা স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আবুল হাসনাত অতিরিক্ত দামে বিক্রির আসায় তার প্রতিষ্ঠানে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ব্যবসায়ী আবুল হাসনাতকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানান, “জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানকালে কালকিনি থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬
রংপুর-৩ আসনে সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার বিএনপির নেতৃবৃন্দের