বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিসিবির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র।
বর্তমানে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা এম নাজমুল ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে বিসিবির পরিচালক পদে বহাল থাকতে যাচ্ছেন তিনি।
এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলামের অপসারণ দাবি করে। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতির নিশ্চয়তা পেলেই কেবল তারা মাঠে ফিরবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ
নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ক্রিকেট বর্জনের হুমকি ক্রিকেটারদের
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান