Thursday, January 15th, 2026, 7:41 pm

ক্রিকেটারদের বয়কটে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

 

ক্রিকেটারদের খেলা বর্জনের কারণে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত খেলা অনুষ্ঠিত হয়নি।

নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় থাকেন। ফলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার লড়াইও মাঠে গড়ায়নি। একের পর এক ম্যাচ বাতিল হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি।

এর আগে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পরিচালক এম নাজমুল ইসলামকে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্রিকেটারদের আন্দোলন ও বোর্ডের সিদ্ধান্তের পর বিপিএলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট পুনরায় শুরু নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি বিসিবি।

এনএনবাংলা/