ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে সকাল ৯:৩০টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ কার্যক্রম পরিচালনা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, “বুশরা আফরিনের সম্পদে বা পরিবারের অন্য কোনো সদস্যের সম্পদের উৎসে কোনো অনিয়ম আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে।”
বুশরা আফরিন ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান। তিনি সাবেক মেয়র আতিকুল ইসলামের কন্যা। তার শিক্ষা জীবনে ঢাকার একটি স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, কানাডার উচ্চ মাধ্যমিক এবং কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চশিক্ষা লাভ করেছেন। এছাড়া ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্ট থেকেও প্রশিক্ষণ নিয়েছেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার এবং সরকারি দরপত্রে অনিয়মের মাধ্যমে অর্থ পাচার, মশার লার্ভা নিধনের ওষুধ ক্রয়ে সরকারি অর্থ অপচয়ের সঙ্গে জড়িত। দুদক আরও জানায়, তাদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রে অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ৭ জানুয়ারি একইসঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
এনএনবাংলা/

আরও পড়ুন
শুক্রবার সারাদেশে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন