Thursday, January 15th, 2026, 9:10 pm

নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ

 

নড়াইল প্রতিনিধি:

কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় আখের গুড় উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আওতায় মোট ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সেচ ব্যবস্থাপনার জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং স্থানীয়ভাবে আখের গুড় উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/