দেশে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি প্রায় পৌনে দুই ঘণ্টা অবস্থান করেন।

রাত সোয়া ৯টার দিকে যমুনা ত্যাগ করে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।
দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানা গেছে।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের একটি হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছিলেন তারেক রহমান। ওই বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
জামায়াতের সংবাদ সম্মেলনে নেই ইসলামী আন্দোলন, কাল জানাবেন অবস্থান
সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ
শুক্রবার সারাদেশে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক