Friday, January 16th, 2026, 12:16 pm

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা বন্ধ, চালু আছে কোন কোন ভিসা

 

যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসাপ্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে লাতিন আমেরিকা, ক্যারিবীয় ও বলকান অঞ্চল এবং দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ইরান, নাইজেরিয়া, মিসরসহ ৭৫টি দেশের নামও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত নভেম্বর মাসে জারি করা একটি নির্বাহী আদেশের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নির্দেশনায় এমন অভিবাসীদের ক্ষেত্রে কঠোর যাচাইয়ের কথা বলা হয়, যাঁরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক বোঝা হয়ে উঠতে পারেন।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাঁরা কল্যাণ সুবিধা নিয়ে মার্কিন জনগণের সম্পদ ভোগ করতে চান, তাঁদের প্রবেশ ঠেকানো হবে। এই পদ্ধতিগত অপব্যবহার বন্ধ করতে চায় মার্কিন প্রসাশন।

কোন ভিসা এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না

এই সিদ্ধান্ত শুধু অভিবাসী (পারমানেন্ট রেসিডেন্ট) ভিসার জন্য প্রযোজ্য। এর বাইরে যে ভিসাগুলো স্থগিত হচ্ছে না, সেগুলো হলো—ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা ও অস্থায়ী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা।

তাই যারা চিন্তিত ছিলেন আমেরিকার ভিসা প্রাপ্তি নিয়ে তাদের চিন্তা আপাতত অমূলক।

কোন কোন অভিবাসী ভিসা ক্যাটাগরি স্থগিত হচ্ছে

যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪), গ্রিনকার্ডধারীর পরিবারের সদস্যদের ভিসা (এফ-২এ, এফ-২বি) এবং শিশু দত্তক-সংক্রান্ত ভিসা (আইআর-৩, আইআর-৪, আইএইচ-৩ ও আইএইচ-৪)।

এরপর রয়েছে কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায় রয়েছে—দক্ষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কর্মী ভিসা (ইবি-১, ইবি-২ ও ইবি-৩), বিনিয়োগভিত্তিক অভিবাসী ভিসা (ইবি-৫), বিশেষ অভিবাসী ভিসা (ইবি-৪), ধর্মীয় কর্মীদের ভিসা (এসডি, এসআর), ইরাক ও আফগান দোভাষী/অনুবাদক ভিসা (এআই) এবং মার্কিন সরকারের হয়ে কাজ করা ইরাকিদের বিশেষ ভিসা (এসকিউ)।

এ ছাড়া অন্যান্য অভিবাসী ভিসার মধ্যে রয়েছে—ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি ভিসা এবং রিটার্নিং রেসিডেন্ট ভিসা বা এসবি।

এর আগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্রাজিল, রাশিয়া, সোমলিয়া সহ ১৯টি দেশের অভিবাসীদের জন্য আশ্রয় আবেদন, নাগরিকত্ব প্রক্রিয়া, গ্রিণকার্ড আবেদনও স্থগিত রাখা হয়েছে।

এনএনবাংলা/