Friday, January 16th, 2026, 3:57 pm

২৬৮ আসনে এককভাবে লড়বে চরমোনাই পী‌রের ইসলামী আন্দোলন

 

নানা গুঞ্জনের পর এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটে তারা থাকছে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বা‌কি ৩২‌টি আস‌নেও সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দে‌বে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এনএনবাংলা/