Friday, January 16th, 2026, 8:08 pm

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে গাড়িচাপায় পাম্প কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

 

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবুল হাশেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। অপর গ্রেপ্তারকৃত কামাল হোসেন সরদার বানীবহ নিচপাড়া এলাকার আক্তার সরদারের ছেলে এবং তিনি ওই গাড়ির চালক।

যেভাবে ঘটে মর্মান্তিক ঘটনা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি কালো রঙের পাজেরো জিপ করিম ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা কোনো টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলে চালক গাড়িটি সজোরে তার ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা গুরুতর আহত হন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ফিলিং স্টেশন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে মিলেছে ঘটনার প্রমাণ

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

পরবর্তীতে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুড়ারিপুর এলাকায় অভিযুক্ত আবুল হাশেম সুজনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত পাজেরো জিপটি জব্দ করা হয়।

পরিবারের দাবি—পরিকল্পিত হত্যা

নিহত রিপন সাহার বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকাটা চাইছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

পুলিশের বক্তব্য

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবুল হাশেম সুজনের গাড়ি পাম্প কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/