প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, কেবল একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই দেশের সব সমস্যার স্বয়ংক্রিয় সমাধান হয়ে যাবে—এমন ভাবনার কোনো বাস্তব ভিত্তি নেই।
শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, একে অপরের পাশে দাঁড়ানো ও সংহতি প্রদর্শনই সাংবাদিক সমাজের সবচেয়ে বড় শক্তি।
মতিউর রহমান বলেন, “আমাদের এমন ভাবা উচিত নয় যে, আগামীতে নির্বাচিত সরকার এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও তা হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।”
নিজের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, গত ৫৫ বছরে কোনো সরকারই সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ থেকে বিরত থাকেনি। তিনি বিশেষভাবে ১৯৭৫ সালে সংবাদমাধ্যম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘটনা উল্লেখ করেন। পাশাপাশি সামরিক শাসন ও স্বৈরশাসনের সময়েও সাংবাদিকরা নানা ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন।
এই গণমাধ্যম সম্মিলনে দল-মত নির্বিশেষে সাংবাদিক সমাজের এক জায়গায় দাঁড়ানোকে তিনি আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যেকোনো অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্য অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সংহত থাকার আহ্বান জানান তিনি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠক, ভিসা পাননি ভারতীয় কর্মকর্তা
দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান
‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার ফটোকার্ড