রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংগঠনটির নির্বাচন বোর্ডের কাছে আবেদন করেছে সচেতন ব্যবসায়ীদের একটি অংশ। সম্প্রতি ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. জহিরুল হক ভূইয়া বরাবর এই আবেদন করা হয়েছে।
এতে বলা হয়-আসন্ন রিহ্যাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮ইং) এ (১) ভাইস প্রেসিডেন্ট-২ পদে মনোনয়নপত্র দাখিলকৃত মিয়া সেলিম রাজা পিন্টু (MR. MIAH SALIM RAJA PINTU) (ভোটার নং-২০১ এবং সদস্য নং-১১৪৩/২০১১) এবং (২) চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট পদে দাখিলকৃত মো. আবুল কাইয়ুম চৌধুরী (MR. MD. ABDUL KAUIAM CHOWDHURY) (ভোটার নং-চট্টগ্রাম-০০৬, সদস্য নং-৩৭৭/২০০৭) এর মনোনয়ন পত্র ২টি বাতিল হবে।
কারন রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচনে বোর্ডের নির্বাচন বিজ্ঞপ্তিতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলীর ১৯ নং দফায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে ” নির্বাচনের সকল কার্যক্রম বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, রিহ্যাব সংঘস্মারক-সংঘবিধি এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারীকৃত প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী পরিচালিত হইবে।” বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর ১৮ দফায় উল্লেখিত ” বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি, পরিচালনা পর্ষদ, ইত্যাদি।/ ইহার উপধারা-” (৪) ফেডারেশনসহ সকল বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে কোনো ব্যক্তি পরপর ২ (দুই) মেয়াদ শেষে অনুন্য একটি নির্বাচনে অংশগ্রহণ না করিয়া পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবেন।
(৫) বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এবং এই বিধিমালার আওতায় নির্বাচিত বা মনোনীত সকল প্রতিনিধির ক্ষেত্রে উপ-বিধি (৪) এর বিধান প্রযোজ্য।” (কপি সংযুক্ত)
উপরোক্ত বিধি মালার বরখেলাপ করে MR. MIAH SALIM RAJA PINTU এবং MR. MD. ABDUL KAUIAM CHOWDHURY উপরোক্ত পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাহারা গত ২০২৪-২০২৬ এবং ২০২২-২০২৪ইং পর পর ২ (দুই) মেয়াদে রিহ্যাবের পরিচালনা পর্ষদে নির্বাচিত/মনোনীত ছিলেন। যাহা যাচাই করিলে সু-স্পষ্টভাবে প্রমানিত হইবে।
উল্লেখ্য যে, অনেকে মনে করেন এই বিধি যেহেতু ২০২৫ ইং সনে প্রকাশিত হয়েছে তাই ২০২৫ইং এর পূর্বে পর পর ২টি টার্ম সমাপ্ত করেছেন তাহাদের ক্ষেত্রে ইহা প্রযোজ্য হবে না। আসলে তাহাদের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে। অতএব বিনীত নিবেদন আইন অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই মনোনয়নপত্র ২ (দুই) টি অনতিবিলম্বে বাতিল করা হউক।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠক, ভিসা পাননি ভারতীয় কর্মকর্তা
দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান