Saturday, January 17th, 2026, 2:46 pm

‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার ফটোকার্ড

 

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গণভোটের প্রচারণামূলক এই ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি।

ফটোকার্ডে উল্লেখ করা হয়, ‘গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এই ফটোকার্ড শেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত এ প্রচারণা চলবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/পিএইচ