Saturday, January 17th, 2026, 7:14 pm

উন্নয়ন কমিটির নাগরিক সংলাপে সংসদ সদস্য প্রার্থীবৃন্দ

অবহেলিত ও বঞ্চনার শিকার খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে এক সাথে কাজ করার অঙ্গীকার । বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে খুলনার বিভিন্ন আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ অবহেলিত ও বঞ্চনার শিকার খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে খুলনার সকল শ্রেনি-পেশার মানুষের প্রতি এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন। অদ্য ১৭ জানুয়ারি শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণ এ আহবান জানিয়ে বলেন খুলনার অপার সম্ভাবনা রয়েছে কিন্তু দীর্ঘদিনেও সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। এক সময়ের শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিনত হয়েছে। এতে করে বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। খুলনা অঞ্চলকে একটি পরিবেশ বান্ধব ও সকলের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার জন্য প্রার্থীগণ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রার্থীগন বলেন আমরা সকলে যে যার অবস্থান থেকে খুলনার উন্নয়নের আন্দোলনে সবাই একসাথে কাজ করেত চাই। প্রার্থীগণ উন্নয়ন কমিটির সকল আন্দোলন কর্মসূচী সফলে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির মিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে স্বাগত বক্তৃতা করেন উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি এবাদুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন ভগবান চন্দ্র মন্ডল। উপস্থিত খুলনার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ বলেন খুলনা দীর্ঘদিন ধরেই অবহেলা ও বঞ্চনার শিকার সরকারের পালাবদল হয় কিন্তু খুলনার কাঙ্খিত উন্নয়ন হয়না। নাগরিক নেতৃবৃন্দ খুলনার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন খুলনার উপকুলীয় অঞ্চলের টেকসই উন্নয়নসহ খুলনাকে একটি পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তোলার দাবি জানান।

নাগরিক সংলাপে আমন্ত্রিত সংসদ সদস্য প্রার্থীগণের নিকট বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে লিখিত বিভিন্ন দাবিনামা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি রাশেদুল ইসলাম, খুলনার প্রবীন নাগরিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এর এ্যাসোসিয়েসনের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম জহির, বাংলাদেশ ইসলামী আন্দোলনের খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,  সুজন এর সাধারণ সম্পাদক এ্যাড. কুদরত-ই-খুদা, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধ্রান সম্পাদক মাহবুবুর রহমান খোকন, নাগরিক সমাজ নেতা এ্যাড. বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সরদার আবু তাহের, শেখ ওমর ফারুক কচি, কেডিএস’র আব্দুস সালাম শিমুল, উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, শাহীন জামান পন, সহ-সভাপতি সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, মোঃ খলিলুর রহমান মামনুরা জাকির খুকু মনি, উন্নয়ন কমিটির নেতা মোঃ মনিরুজ্জামান রহিম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোঃ মনিরুল ইসলাম (মাস্টার), শেখ গোলাম সরোয়ার, শেখ আরিফ নেওয়াজ, এস এম মুর্শিদুর রহমান লিটন, প্রকৌশলী সরদার রফিকুল আলম, মোঃ শফিকুর রহমান,  রকিব উদ্দিন ফারাজী, বিশ্বাস জাফর আহমেদ, এ্যাড. শেখ আবুল কাসেম, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, এস এম মোর্শেদ উদ্দিন, শিকদার আব্দুল খালেক, শেখ আশিকুর রহমান অনি, কাজী আজাদ হোসেন, অধ্যাপক শিকদার মনিরুজ্জামান, মেহেরাব মল্লিক মুন্না, আশরাফুল ইসলাম, শেখ আতিকুর রহমান অভি, কাজী ফেরদৌস আহমেদ তোতা, বিএনপি নেতা স.ম. আব্দুর রহমান, অধ্যাপক শিকদার মনিরুজ্জামান, সৈয়দ নওশাদ উজ্জামান পল্টু, খান হাবিবুর রহমান, এন এম সোহেল ইসলাম, আবু আল মিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অন্যন্য নেতা কর্মীবৃন্দ ও খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনসহ বিভিন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবেশ বান্ধব খুলনা গড়তে বাস্তব ভিত্তিক পরিকলপনা গ্রহন করতে হবে। খুলনার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। খুলনার খালিশপুর, দৌলতপুর, খানজাহানআলী ও আড়ংঘাটা অঞ্চলের মধ্যস্থলে সরকারিভাবে একটি হাসপাতাল নির্মাণ করতে হবে।

বক্তারা গল্লামারি ব্রীজ ও দিঘলিয়া সেতু নির্মণকাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জোর দাবি জানন ।