জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মাদরাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুল কাদির এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। এর আগে ২০২৩ সালেও অধ্যক্ষ শামছুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ শামছুল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজিপুর গ্রামে। শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা শুরু করেন। ২০১০ থেকে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের মে মাস থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসাকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার
…

আরও পড়ুন
কুমিল্লায় নির্বাচনী অলিম্পিয়াড: গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ
রংপুরে ‘সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভা
তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি