Saturday, January 17th, 2026, 7:17 pm

তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের তিস্তা তীরবর্তী হাঁসার পাড় এলাকায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে দুইশ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে হাঁসার পাড় এলাকায় এসব কম্বল বিতরণ করেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, অধ্যক্ষ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আখের, সাইফুল ইসলাম বাদল, শিক্ষক মাহবুবুর রহমান, হাবিবুর রহমান ও নজির হোসেন মেম্বারসহ সংগঠনের নেতৃবৃন্দ।