মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—স্লোগানে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা সরকারি কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনের লক্ষ্য ছিল নাগরিকের নির্বাচনভিত্তিক জ্ঞান ও গণতান্ত্রিক চর্চার প্রতি দায়িত্ববোধ বাড়ানো।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগর সুজনের সহকারী সেক্রেটারি রেজবাউল হক রানা। সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব শাহ আলমগীর খান। উপস্থিত ছিলেন মহানগর সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামিম আরা বেগম, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, অধ্যাপক সেলিম সিকদার এবং মহানগরের সেক্রেটারি এনামুল হক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, জেলা সহসভাপতি অধ্যাপক মো. হুমায়ুন কবির, মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সদর দক্ষিণ উপজেলা সভাপতি এডভোকেট ইসলাম ইবনে শাইখ এবং মহানগরের নির্বাহী সদস্য ও সাংবাদিক তৌহিদ হোসেন সরকার।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট—বাংলাদেশের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে অবগত করা এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মতে, ভবিষ্যতের ভোটার, স্থানীয় নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চার ধারক হিসেবে শিক্ষার্থীদের ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানের তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট সুজনের সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়।

আরও পড়ুন
রংপুরে ‘সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভা
তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি
মাওলানা শামছুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ