Sunday, January 18th, 2026, 4:27 pm

মুরাদনগর উপজেলায় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ

 

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলায় গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

মাশরুমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। বাংলাদেশ বিগত ৯০ এর দশকে প্রথম বানিজ্যিকভাবে মাশরুম আবাদ শুরু হয়। বর্তমানে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এই ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৩ জন কৃষাণীর মাঝে ওয়েস্টার মাশরুম উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ ও উপকরন বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার এর উপস্থিতিতে এই মাশরুম এর স্পন, লোহার রেক, ত্রিপল, পাটের বস্তা, স্প্রে মেশিন ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার জনাব পাভেল খান পাপ্পু বলেন, প্রাথমিক ভাবে ১৩ জন উদ্যোক্তার মাঝে এ উপকরন বিতরণ করা হয়, পরবর্তিতে সফলতার ভিত্তিতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। মাশরুম চাষে পারিবারিক ও স্থানীয় পুষ্টির চাহিদা মিটবে একই সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ছালিয়াকান্দি গ্রামের উম্মে কুলসুম জানান ও বাখরনগর গ্রামের পারুল বেগম জানান তারা প্রদর্শনির উপকরন পেয়ে খুবই আনন্দিত ও আশা করছেন এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা হবে।

এনএনবাংলা/পিএইচ