Sunday, January 18th, 2026, 4:40 pm

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ

 

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ) মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আলীম আল রাজী এবং সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা সৃষ্টি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কর্মশালায় জেলার সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।