আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ —এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার শুরুতে আনুষ্ঠানিক বক্তব্য দেন জাইমা রহমান।
তিনি বলেন, দেশের মাটিতে এটি তাঁর প্রথম বক্তব্য। “এক ভিন্ন ধরনের অনুভূতি কাজ করছে,” উল্লেখ করে তিনি বলেন, নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়।
জাইমা রহমান আরও বলেন, তাঁর কাছে সব সমস্যার সমাধান নেই। তবে নিজের সামর্থ্যের মধ্যে থেকে দেশের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তিনি এগিয়ে এসেছেন।
আলোচনা সভায় তিনি আবারও জোর দিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক আলোচনা ও সংলাপ চালিয়ে যাওয়াই গণতান্ত্রিক চর্চার মূল ভিত্তি।
এই আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধি ও বিশিষ্টজনরা অংশ নেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
পোশাকশিল্পে সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ, উদ্বেগে শিল্পমালিকেরা
এনসিপির প্রার্থীরা কে কোন আসনে নির্বাচন করছেন
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!