Sunday, January 18th, 2026, 7:48 pm

প্রথমবার চঞ্চলের সঙ্গে জুটি বাঁধছেন পরীমনি

 

বাংলা সাহিত্যের কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। লীসা গাজীর পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী সোমবার।

নির্মাতারা জানিয়েছেন, যদিও গল্পের মূল কাহিনি একই থাকবে, তবে এটি হুবহু পুনর্নির্মাণ নয়। নতুন প্রেক্ষাপট, সমসাময়িক ভাষা ও দর্শকের সঙ্গে সংযোগ রেখে গল্পটি রূপান্তরিত করা হচ্ছে। ফলে দর্শকরা পাবে পুরনো গল্পের নতুন রূপ।

রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্পটি সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগের গল্প। মূল কাহিনিতে দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যায় ঘটনার ধারা। তুচ্ছ ঝগড়ার কারণে দুখিরামের স্ত্রী খুন হন, আর হত্যার দায় চাপিয়ে দেওয়া হয় চিদামের স্ত্রীর ওপর। নির্দোষ চন্দরার নীরবতা এবং আত্মত্যাগ গল্পের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হিসেবে ফুটে ওঠে।

পরিচালক ও প্রযোজকরা মনে করছেন, ‘শাস্তি’ শুধু সাহিত্যকর্মের রূপান্তর নয়, এটি সমকালীন সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট ও মূল্যবোধের প্রশ্নকে নতুন করে ভাবতে বাধ্য করবে দর্শককে।

চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, এবং এর আলোচ্য বিষয় ও শক্তিশালী গল্প দর্শকদের মধ্যে গভীর ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/