আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসা (বি-১/বি-২) অনুমোদন পাওয়া বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন একটি শর্ত কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে ভিসাপ্রাপ্তদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যারা ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে উল্লিখিত তারিখের আগে ইস্যু করা বৈধ বি-১/বি-২ ভিসাধারীদের জন্য এ শর্ত কার্যকর হবে না।
এছাড়া দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ জমা দিলেই ভিসা নিশ্চিত হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলে জানানো হয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত