Monday, January 19th, 2026, 7:26 pm

সরকার গঠন করতে পারলে তৃণমূলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার দল কাজ করবে। মানুষ যেন ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যেই তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে যশোরের শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত হওয়ায় অতি ফর্সা গায়ের রঙের কারণে অধিকার বঞ্চিত শিশু আফিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না দলটি। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণমুখী।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করা হবে। পাশাপাশি আগামী দিনে ফের খাল কাটা কর্মসূচি চালু করে পানির কষ্ট দূর করার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তুলতে কাজ করবে বিএনপি। একই সঙ্গে দীর্ঘদিন অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপারসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইভাবে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতারাও।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের ঘরে জন্ম নেয় আফিয়া। জন্মের পর আফিয়ার গায়ের রঙ ‘অতি ফর্সা’ হওয়ায় তাকে অস্বীকার করেন বাবা মোজাফফর হোসেন। স্ত্রী-সন্তানকে ফেলে তিনি অন্যত্র চলে যান এবং আট মাস পর স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান।

এই অমানবিক প্রত্যাখ্যানের ফলে চরম দুর্দশায় পড়েন মনিরা খাতুন ও তার শিশু কন্যা। অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এলে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যার বাস্তবায়ন হিসেবে নতুন ঘর হস্তান্তর করা হলো।

এনএনবাংলা/