চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম ডিআইডি মো. মোতালেব। আহতরা হলেন—ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত। তাদের মধ্যে গুরুতর আহত ডিআইডি মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম র্যাব-৭ সূত্র জানায়, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় র্যাব-৭-এর একটি দল। অভিযানের এক পর্যায়ে জঙ্গল সলিমপুরে অবৈধভাবে গড়ে তোলা সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ইয়াছিন বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে এই ঘটনায় সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটের আগে প্রবাসী আয়ে চাঙাভাব, ১৮ দিনে দেশে এসেছে দুই বিলিয়ন ডলার
তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন: হাবিবুর রশিদ
গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিন, নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে: প্রধান উপদেষ্টা