Tuesday, January 20th, 2026, 8:51 pm

নড়াইলের দু’টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

 

নড়াইল প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) নড়াইলের দু’টি সংসদীয় আসন থেকে মোট ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন, নড়াইল—১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবয়াউর রহমান এবং নড়াইল—২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আঃ হান্নান সরদার।

নড়াইলের দু’টি আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে নড়াইল—১ আসনে ১৫ জন এবং নড়াইল—২ আসনে ৯জন মনোনয়ন পত্র জমা দেন। যাচাই—বাছাই এবং আপীল নিষ্পত্তি শেষে নড়াইল—১ আসনে ৯জন ও নড়াইল—২ আসনে ৯জন বৈধ প্রার্থী হয়েছেন। এরমধ্যে নড়াইল—১ আসন থেকে ২ জন এবং নড়াইল—২ আসন থেকে ১জন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করায় নড়াইল—১ আসনে ৭ জন এব নড়াইল—২ আসনে ৮ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।