নাটোর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহুর্তে এনসিপির প্রতি সমর্থন জানিয়ে নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের শুরা সদস্য, অধ্যাপক সাইদুর রহমান। এতে করে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনীত প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক সাইদুর রহমান।
এদিকে জামায়াত এ আসনটি ছেরে দেওয়ায় মূল লড়াই হবে বিএনপি মনোনীত পার্থী আনোয়ারুল ইসলাম আনু ও সতন্ত্র পার্থী বিএনপি নেতা দাওদার মাহমুদের মধ্যে এমনটাই ভাবছেন সাধারন ভোটাররা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্য্যলয় সুত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ইসলামী দলগুলোর জোটে এনসিপি যুক্ত হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত হিসেবে আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত।
মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। দলের নির্দেশনা অনুযায়ী ও্র কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। এতে আমার কোনো আক্ষেপ বা অখুশি নেই।
তিনি আরও বলেন, আমি নিজে প্রার্থী হিসেবে যেভাবে কাজ করেছি, একই ভাবে জোটের প্রার্থীর বিজয়ের জন্যও আমি ও আমার দল সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ইসলাম ও মানুষের সেবায় দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করবো।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিধি অনুযায়ী অধ্যাপক সাইদুর রহমানের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
নড়াইলে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
গণভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
রংপুরে নির্বাচনী ইশারা ভাষার অভিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত