রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির কঠোর সমালোচনা করার পাশাপাশি এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে এনসিপির শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয় এবং এটি একটি অবাস্তব নির্বাচনী ঘোষণা। তাঁর অভিযোগ, এমন স্পষ্ট বিষয়েও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপির মধ্যে কোনো ধরনের সমন্বয় আছে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের জন্য ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বিএনপির দেওয়া ফ্যামিলি কার্ডসহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, বর্তমান নির্বাচন কমিশন আগের হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।
গণমাধ্যম নিয়েও অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম দখল করে নেওয়া হয়েছে এবং অনেক সংবাদমাধ্যম বিএনপির পক্ষাবলম্বন করছে।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনী প্রচারণা সম্পর্কে তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওই কবর জিয়ারতের মধ্য দিয়েই প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এবং প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রুত বিচার শেষ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ওসমান হাদির বিচার দাবি তাঁর নির্বাচনী এজেন্ডার অন্যতম বিষয় থাকবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
অন্যদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাঁর পক্ষে একজন উপদেষ্টা নির্বাচন কমিশন থেকে প্রতীক সংগ্রহ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ
বাস্তবতা বিবেচনায় দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী