স্থানীয় সরকার, শিল্প ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা থাকব না, কিন্তু বাংলাদেশ শতসহস্র বছর টিকে থাকবে। আগামী গণভোট সেই শত বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “চব্বিশে জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশ আবার স্বাধীনতা পেয়েছিল। সেই July-এর চিন্তাধারা ও আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সব রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি সনদ গঠন করেছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি জানাতে গণভোট আয়োজন করা হয়েছে। ১৫ বছর ধরে দেশে মানুষের স্বাধীনভাবে ভাবা, কথা বলা ও ভোট দেওয়ার সুযোগ ছিল না। তাই এই গণভোট দেশের মানুষের মতামত প্রকাশের সুযোগ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে দুটি ভোট হচ্ছে। একটি হলো সাধারণ নির্বাচনে প্রার্থী নির্বাচন, আরেকটি হলো গণভোট, যা আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। গণভোটের মাধ্যমে আমরা ঠিক করব, আমরা কেমন বাংলাদেশ চাই।”
আদিলুর রহমান খান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “July শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্যই এই গণভোট। আয়নাঘর যেন আর তৈরি না হয়, লুটপাট ও বিদেশে টাকা পাচার বন্ধ হয়—সেই লক্ষ্য নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি গণমানুষকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় প্রকাশ করতে হবে। কেউ যেন বিভ্রান্ত না হয়, দেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।”
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলাম।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: হাবিব