আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে জানানো হয়। শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। ভোট গণনায় দেরি হলে অনেক সময় গুজব ছড়াতে পারে, তাই আজ এই বিষয়ে সকলকে অবহিত করা হলো। এইবার শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। তাই দুই ধরনের ভোটের গণনা একসঙ্গে হবে। এছাড়া পোস্টাল ব্যালটও গণনায় যুক্ত থাকায় কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে।”
প্রেস সচিব আরও জানান, “এ বছর ভোট প্রক্রিয়ায় অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই সব কিছু সঠিকভাবে সম্পন্ন হোক, এজন্য কিছু বিলম্ব হতে পারে।”
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে।
নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা সমাধান হয়েছে। তাই এইবার ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা
ট্রান্সকমের সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা