Thursday, January 22nd, 2026, 5:06 pm

ভোটের আগের দিন সাধারণ ছুটি ঘোষণা, শিল্পাঞ্চলে থাকছে বাড়তি ছুটি: প্রেস সচিব

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগের দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনটিও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুবিধার্থে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটির অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে—এটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এনএনবাংলা/