Thursday, January 22nd, 2026, 5:54 pm

এক ঘণ্টার ওয়েব সিনেমায় জুটি ইয়াশ-পারসা

 

নগরজীবনের ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে ঈদুল ফিতরে দর্শকদের সামনে আসছে হইচই অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এক ঘণ্টার ওয়েব সিনেমার নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। একই সঙ্গে হইচই প্ল্যাটফর্মে এটিই এই জুটির প্রথম কাজ।

‘একসাথে আলাদা’ শুধু একটি প্রেমের গল্প নয়; এটি মূলত শহুরে সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম দিকগুলোর প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, আবার সেই দূরত্বের মাঝেই কীভাবে জন্ম নেয় নতুন উপলব্ধি—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিনেমাটি।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। তাঁদের উপস্থিতি গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাকে আরও গভীর করেছে।

সিনেমাটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। হইচই প্ল্যাটফর্মে এটি তাঁর প্রথম কাজ।

এ প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছিল, এটা খুব পরিচিত এক গল্প। পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখছি, তাতে সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে।’

পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি—দ্বিধা, ভয়, না বলা কথা।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘দর্শকদের জন্য সব সময় নতুন ও বৈচিত্র্যময় গল্প উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম বিশেষ কাজ হতে যাচ্ছে। সহজ-সরল হলেও আবেগে গভীর এই গল্পটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই বিশ্বাস।’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এক ঘণ্টার নতুন ফরম্যাটে নির্মিত ‘একসাথে আলাদা’ হইচই-এর কনটেন্ট তালিকায় যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা।

এনএনবাংলা/