Thursday, January 22nd, 2026, 6:24 pm

ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু, যোগ দিল ২০টির বেশি দেশ

 

সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে তাঁর ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দিয়েছেন। প্রথমে নিজেই সনদে স্বাক্ষর করেন ট্রাম্প, পরে এতে অন্তত ২০টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই শান্তি পর্ষদ বিশ্বে সংঘাত নিরসনে কাজ করবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “এখন থেকে শান্তি পর্ষদ একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করেছে।”

সনদে স্বাক্ষরের পর ট্রাম্প বলেছেন, “শান্তি পর্ষদের সঙ্গে সবাই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, এবং এটি জাতিসংঘের সঙ্গেও সহযোগিতা করতে পারে।”

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, প্রায় ৫০টি দেশকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৫টি দেশের নেতা যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে—মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিশর। ন্যাটো সদস্য দেশের মধ্যে আছে তুরস্ক, হাঙ্গেরি। অন্যান্য দেশের তালিকায় রয়েছে মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে ও ভিয়েতনাম।

স্বাক্ষর অনুষ্ঠানে পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ছিলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, প্যারাগুয়ের প্রেসিডেন্ট শান্তিয়াগো পেনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কসোভোর প্রেসিডেন্ট জোসা ওসমানি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান, বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াজোভ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

এনএনবাংলা/