ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির মাধ্যমে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রচারণার সূচনা করেন।
নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিন নেতার সমাধি জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক মুহূর্ত। গণ-অভ্যুত্থানের পর এবং বিগত ১৬ বছর মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন ও গণভোটের দিকে যাচ্ছি, আজ থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।”
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার সমাধিকে নির্বাচনী প্রচারণার সূচনাস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সব ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমরা ঢাকা-৮ আসন থেকেই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ করে এবং পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু করছি। শেরেবাংলা এ কে ফজলুল হক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে একটি নতুন বন্দোবস্তের দিকে এগোচ্ছি।”
এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে তারা ঢাকা-৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নেতারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
আবাসন প্রকল্পে ‘অনিয়ম’: রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা