বাংলাদেশ নারী ক্রিকেট দল হ্যাটট্রিক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে। বৃহস্পতিবার কির্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে বড় জয়ে এগিয়েছে নিগার সুলতানারা।
এই জয়ে বাংলাদেশ আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সুপার সিক্সে সেরা চার দলের মধ্যে থাকতে হবে।
এর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ২১ রানে এবং পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টানা তিন জয়ের ধারা বজায় রেখেছে।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ স্কোরার সোবহানা মোস্তারি ২৩ বল খেলে ২৭ রান করেন। দিলারা আক্তার ১৭ বল খেলে ২৫ রান যোগ করেন। নামিবিয়ার পক্ষে সিলভিয়া শিহেপো ২১ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া, সাইমা তুহাদেলেনি করেছেন ৩৪ রানে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সানজিদা আক্তার মেঘলা, ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাব অর্জন করেন। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন ৩টি করে উইকেট নেন।
এই জয় বাংলাদেশের জন্য ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও উজ্জ্বল করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
আবাসন প্রকল্পে ‘অনিয়ম’: রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা