Thursday, January 22nd, 2026, 7:59 pm

আবাসন প্রকল্পে ‘অনিয়ম’: রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের একটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের বিরুদ্ধে মামলা করেছে।

দুদকের অভিযোগ, প্রকল্পটি গড়ে তুলতে ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে আদালতের দেওয়া স্থিতিবস্থা ‘অমান্য করে’ অবৈধভাবে ভূমি ব্যবহারের ছাড়পত্র, বিশেষ প্রকল্প, নকশা ও নির্মাণ অনুমোদন নেওয়া হয়েছে। এছাড়া সরকারি খাস জমি ‘অবৈধভাবে’ ব্যবহারের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সংস্থার উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেছেন।

মামলায় চেয়ারম্যান ছাড়াও রূপায়ণ হাউজিং এস্টেটের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

এনএনবাংলা/