Thursday, January 22nd, 2026, 9:08 pm

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

 

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচন ও গণভোট সংক্রান্ত চট্টগ্রাম জেলার প্রস্তুতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের’ মাধ্যমে।

সেনাপ্রধান সভায় সেনাসদস্যদের দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

এনএনবাংলা/