অনেক নাটকীয়তার পর গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে জানিয়ে দেয়, ভারতেই অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হবে। তবে সেই সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থান বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ভারতে গিয়ে তারা বিশ্বকাপ খেলবে না।
এবার সেই একই অবস্থান পুনর্ব্যক্ত করে আইসিসিকে একটি আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়েছে বিসিবি। তবে এবার চিঠিতে যোগ হয়েছে একটি নতুন দাবি।
আইসিসিকে পাঠানো মেইলে বিসিবি অনুরোধ জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বিষয়ে বিতর্ক সৃষ্টি হলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটিই বিষয়টির নিষ্পত্তি করে থাকে।
এর আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’
বুধবার বাংলাদেশকে নির্দেশনা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আইসিসি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কার্যত মুখে কুলুপ এঁটে বসে আছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে নির্ধারিত রয়েছে। সূচি অনুযায়ী, প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত সেই সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে এক পা-ও সরেনি। ফলে চলমান অচলাবস্থার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
এনএনবাংলা/

আরও পড়ুন
নিরাপত্তা ও রাজনীতির কারণে যে সব বিশ্বকাপে আয়োজক দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দল
হ্যাটট্রিক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ
এক ঘণ্টার ওয়েব সিনেমায় জুটি ইয়াশ-পারসা