Friday, January 23rd, 2026, 6:37 pm

রমজানের আগেই চড়া দাম: ছোলা-চিনি থেকে সবজি-মুরগি

ফাইল ফটো/ ইউএনবি

 

রমজান শুরুর আগেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম দেখা যাচ্ছে। বিশেষ করে ছোলা ও চিনি থেকে শুরু করে সবজি এবং মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এখন প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। সপ্তাহখানেক ধরেই পাইকারি বাজারে ছোলার দাম বেড়েছে। এর আগে খুচরা বাজারে ছোলা পাওয়া যেত ৯০ থেকে ১০০ টাকায়।

শুধু ছোলা নয়, চিনির দামও ঊর্ধ্বমুখী। এক মাস আগেও প্যাকেটজাত চিনির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। এখন অবশ্য সবগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানের প্যাকেটজাত চিনির দামই ১০৫ টাকা করা হয়েছে। আর খোলা চিনি যেখানে প্রতি কেজি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হতো, সেখানে এখন কোনো দোকানেই ১১০ টাকার কমে চিনি পাওয়া যাচ্ছে না।

সবজির দিকেও নজর দিলে দেখা যাচ্ছে, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫–২০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দাম, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৪০–৮০ টাকা, আলু ৩০ টাকা, ফুলকপি ৪০–৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং ছোট ব্রকলি ৪০–৫০ টাকায়।

মুরগির দাম ১০–১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০–১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালি মুরগি ২৭০–২৮০ টাকা থেকে বেড়ে ২৯০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এনএনবাংলা/