নাটোর প্রতিনিধি
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া নারী কর্মীদের বিরুদ্ধে ভোটারদের জাতীয় পরিচয় পত্র ও বিকাশ নাম্বার নেয়ার অভিযোগ তুলেছেন জেলা বিএনপি ও তার নির্বাচনী কমিটির নেতৃবৃন্দরা।
বুধবার সন্ধায় নাটোর শহরের জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সম্মেলনে বলা হয়, বৃহস্প্রতিবার সকাল ১১টার দিকে নাটোর-২ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জামায়াতের নারী কর্মীরা ছাতনি সেন্টার মোড়ে বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে ভোটারদের জাতীয় পরিচয় পত্র, বিকাশ নাম্বার এবং পরিবারে কে প্রধান এসব সংগ্রহ করছিল। এসময় স্খানীয় ওই নারী কর্মীদের জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক উত্তর দিতে পারে নাই। অথচ বিএনপিকে দোষারোপ করে জামায়াত সংবাদ সম্মেলন করেছে। সেখানে নাকি তাদের নারী কর্মিদের বাঁধা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলন আরোও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শের প্রতি অবিচল, সম্পুর্ণ নির্বাচনী আচরণবিধি মেনে গণসংযোগ করছে। জামায়াত শিবিরের কিছু লোকজন অভিযোগ করলোম, তাদের নারী কর্মীদের নির্বাচনী গণসংযোগে বাঁধা ও শহরে তাদের ব্যানার ফেষ্টুন তুলে ফেলা হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি কোন ব্যাক্তি অপরাধ করলেতার দায় দল নেবে না। রোল্যান্দ আর ম্যাসি এই মাপের খেলোয়ার ফাউল করে না, তাদেরকে ফাউল করা হয়।
এসময় জামায়াতকে উদ্যেশ্য করে বলা হয়, আপনারা এক সময় আমাদের সাথে জোটে ছিলেন, এখন রাজনৈতিক কৌশলে আলাদা হয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটে ভোট করছেন। বিএনপি জনপ্রিয় একটি রাজনৈতিক দল, আপনাদের কাজে বাধাঁ দিয়ে বিজয়ী হতে হবে এমন না। নির্বাচনে জারাই জিতুক এই নাটোরে আপরা নির্বাচিত হলে আমরা বরণ করে নেবো।
এ সংবাদ সম্মলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক নির্বাচনী কমিটির সভাপতি রহিম নেওয়াজ, সদস্য সচীব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ন সচীব জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, সদস্য মোস্তফিজুর রহমান শাহীন নাসিম উদ্দিন নাসিম।

আরও পড়ুন
অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স
সমাজ থেকে অন্যায় জুলুম দূর করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন:অধ্যক্ষ শাহাবুদ্দিন
নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক