Friday, January 23rd, 2026, 8:53 pm

নাটোরে যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গাল আটক

নাটোর প্রতিনিধি

হত্যা  লুটপাট এবং মারামারিসহ একাধিক মামলার আসামী  নাটোরে জেলা যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গালকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার দরাপ পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাবিল হোসেন কাঙ্গাল নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি ও দরাপপুর গ্রামের বিশু সরকারের ছেলে।

নাটোর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান,  বুধবার রাতে নাটোর সেনা সদস্যের একটি টিম কাবিল হোসেন কাঙ্গালকে নাটোর থানায় সোপর্দ করে ।  পরে ঢাকার অর্থঋণ আদালতে একটি গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার দেখিয়ে নাটোর সদর আদালতে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার বিরুদ্ধে বাবু হত্যা, ও লুটপাটের মামলা থাকলেও তিনি জামিনে রয়েছেন।