Sunday, January 25th, 2026, 1:45 pm

নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় ও কঠোর অবস্থানে থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে—এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি। দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে কঠোরহস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় তিনি আওয়ামী লীগের ১৯৯৬–২০০১ মেয়াদের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, ওই সময়ে দেশে দুর্নীতি ভয়াবহভাবে বেড়েছিল। বিপরীতে বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতির সূচক কমেছে এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশ দুর্নীতির কবল থেকে মুক্তি পেয়েছে।

তারেক রহমান আরও বলেন, জনগণের রায়ে বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় এলে দুর্নীতির ‘টুটি চেপে ধরে’ দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ