Sunday, January 25th, 2026, 2:13 pm

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

 

সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত হয় বাংলাদেশের শ্রেষ্ঠত্ব।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার মাঠে নামে বাংলাদেশ। সমীকরণ ছিল একেবারেই পরিষ্কার—জিতলেই শিরোপা। তবে ম্যাচের শুরুটা আশানুরূপ হয়নি; প্রথমেই একটি গোল হজম করে পিছিয়ে পড়ে সাবিনারা।

কিন্তু সেই গোলই যেন বাংলাদেশ দলের ঘুম ভাঙিয়ে দেয়। এরপর পুরো ম্যাচে মালদ্বীপকে একচেটিয়া চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাবিনা খাতুন করেন দুর্দান্ত হ্যাটট্রিক। তারই নেতৃত্বে শেষ পর্যন্ত ১৪–২ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের শুরুতেই ভারতকে ৩–১ গোলে উড়িয়ে দিয়ে শক্তির জানান দিয়েছিল বাংলাদেশ। যদিও ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে কিছুটা চাপে পড়ে দলটি। তবে সেটিই ছিল টুর্নামেন্টে একমাত্র হোঁচট।

এরপর আর পেছনে তাকাতে হয়নি সাবিনাদের। নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে হারিয়ে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ১২ গোলের ব্যবধানে বিশাল জয় তুলে নিয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ে দলটি।

এনএনবাংলা/পিএইচ