দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সাধারণ জনগণের জন্য এই সেবা পুনরায় সচল করা হয়েছে।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার কারণে এই সময়কাল এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তিনি বলেন, “আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।”
তিনি আরও জানান, “ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। এছাড়া ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এনআইডি কার্যক্রম বন্ধ রাখার একটি বড় কারণ ছিল।”
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছিল। নতুন নির্দেশনার মাধ্যমে আজ থেকে এটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।
এনএনবাংলা/

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই
ঊর্মিলা, শাওন ও শাকিলের সম্পদের হিসাব চেয়েছে দুদক