দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই স্টুডিওর’ স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম শাওনের সম্পদের হিসাব চেয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম রোববার ( ২৫ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে ‘গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের’ স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘ডট বার্থের’ ব্যবস্থাপনা পরিচালক।
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন।
দুদক জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে নথিপত্র যাচাই করা হয়েছে এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশনকে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো উপকার হবে না: তারেক রহমান
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই