রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে আলোচনা করলে জনগণের কোনো উপকার হবে না—এমন মন্তব্য করে দেশের উন্নয়ন ও জনগণকেন্দ্রিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) ফেনীতে আয়োজিত এক জনসভায় তারেক রহমান বলেন, তিনি চাইলে রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু তাতে জনগণের কোনো লাভ নেই। জনগণের প্রকৃত লাভ হবে তখনই, যখন পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা যাবে।
নারী ও কৃষকদের জন্য বিশেষ কার্ডের ঘোষণা
দেশের মানুষের জন্য বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে চান তারা। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা অন্তত কিছু সহযোগিতা পাবেন। তিনি বলেন, এতে পুরো সংসার চলবে না—এটা সবাই জানে। তবে মাসের চার সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়, সেটিও অনেক মানুষের জন্য বড় উপকার হবে।
একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি।
স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি
ফেনীবাসীর চাহিদার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ, ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি সারা দেশে ‘হেলথকেয়ার সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। এতে বড় কোনো অসুখ না হলে মানুষকে হাসপাতালে যেতে হবে না।
খাল খনন ও কর্মসংস্থান সৃষ্টি
এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে তিনি বলেন, সারা দেশে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা ও বন্যার ক্ষতি কমানো হবে। এতে কৃষি ও মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
তরুণ ও যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রামে শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময় যেভাবে ইপিজেড প্রতিষ্ঠা হয়েছিল, ফেনী অঞ্চলসহ অন্যান্য এলাকাতেও তেমন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষ কাজের সুযোগ পাবে।
বিদেশগামীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা
বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক মানুষ বিদেশে কাজ করতে যান। তাদের যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা আরও ভালো বেতনে কাজ করতে পারবেন। এতে একদিকে তাদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়বে।
ভোটাধিকার ও পরিবর্তনের আহ্বান
তারেক রহমান বলেন, গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার দমন করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এখন একটি পরিবর্তনের সুযোগ এসেছে।
তিনি বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য। জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আগামী ১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রার্থী পরিচয় ও শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ
জনসভায় বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। পাশাপাশি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি
গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই
ঊর্মিলা, শাওন ও শাকিলের সম্পদের হিসাব চেয়েছে দুদক