Sunday, January 25th, 2026, 9:37 pm

রংপুর রেঞ্জের আনসার ও ভিডিপি‘র কার্যক্রম ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর ব্যুরো :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম,পিভিএমএস বলেছেন, দেশের উন্নয়নে ও শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। বরিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর আনসার ব্যাটালিয়ন (৩৩-বিএন) ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি আনসার ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্সে আয়োজিত দরবার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের জাগ্রত হয়ে জনগণের কল্যাণে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, অপরাধ দমনেও কাজ করতে হবে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনের উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে। তিনি নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম, ভালো খাবার, পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান।

দিনাজপুর বাংলাহিলি  ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আহসান উল্লাহ্ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর আনসার-ভিডিপি রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম সহ এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের উদ্ধোতন কর্মকর্তা বৃন্দ। ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদ ফজর দোয়া মাহফিল এবং জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, সদস্যদের দরবার, প্রীতিভোজ ও বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলুন, পায়রা উরিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয় এবং গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর বাংলাহিলি ৩৩  আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।