Monday, January 26th, 2026, 4:29 pm

সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা হবে: ইসি আখতার

 

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গেই ঘোষণা করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাধারণত ৩ থেকে সাড়ে ৩ কিংবা সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রভিত্তিক ফলাফল প্রস্তুত করা সম্ভব হবে। তবে এটি ভোট কাস্টের সংখ্যার ওপর নির্ভর করবে। প্রবাসীদের ভোটকেন্দ্রগুলোতে ফলাফল পেতে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালট পেপার দেশের অভ্যন্তরে ব্যবহৃত ব্যালট পেপারের থেকে ভিন্ন।

আখতার আহমেদ আরও জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা একই সময়ে সম্পন্ন হবে। এ কাজে প্রতি ৪০০টি ইনভেলাপের জন্য একজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। তাদের সার্বিক সহযোগিতার জন্য ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েন করা হবে। নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৬ হাজার বিএনসিসি ক্যাডেট এই কার্যক্রমে ইসির সঙ্গে কাজ করবেন।

আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ ধরনের অভিযোগ সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি অথবা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনে জমা দিলে প্রক্রিয়াগত কারণে কিছুটা বেশি সময় লাগতে পারে।

এনএনবাংলা/পিএইচ