হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় গণঅভ্যুত্থানের আকাঙ্খায় সাম্য ,মানবিক ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন গণতন্ত্রান্ত্রিক বাংলাদেশ গড়বো।
তিনি আজ সকাল থেকে গভীর রাত পর্য্যন্ত হালুয়াঘাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভার ৯ টি পথ সভা ও ৩ টি নির্বাচনী সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।
এসব সমাবেশে তিনি বলেন, বিএনপি ছাড়া এই দেশকে গড়ে তোলার আর কোনো দক্ষ ও যোগ্য দল নাই। তিনি জনগণের প্রতি দক্ষ ও যোগ্য দেখে পক্ষ নেয়ায় আহ্ববান জানিয়ে বলেন,তারেক রহমান দেশবাসীকে নতুন ভোরের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। সেই আলোয় চির অবহেলিত আমাদের এই হলুয়াঘাটও আলোকিত হবে।
তিনি আরো বলেন, ভাবতে কষ্ট হয় স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের এই জনপদ অজও চরম দরিদ্রতা গ্রাস করে আছে। কর্ম সংস্থানের অভাবে বেকারত্ব চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতে আসন্ন নির্বাচন হলুয়াঘাট ও ধোবাউরাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গারো পাহাড়ের পাদদেশে অনুন্নত এই জনপদের ভাগ্য পরিবর্তন ও দারিদ্র বিমোচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ।
এসব সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব,
সাবেক চেয়ারম্যান আবদুল হাই, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান, সাবেক চেয়ারম্যান নবী হোসেন, বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন, ইসহাক আলী মাষ্টার, হুমায়ূন কবীর, হামিদুল ইসলাম, তাজিকুল ইসলাম ,সাবেক কমিশনার ফারুক মল্লিক, স্থাণীয় সমাজ কর্মী দিজেন্দ্র সাংমা, দুলেন্দ্র সাংমা, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রতাপ চিশাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
কালকিনিতে সরিষার বাম্পার ফলনের সঙ্গে মধু উৎপাদনের সম্ভাবনা!
রাজারহাটে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২ ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে