জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় চট্টগ্রামের ফুলতল এলাকায় নির্বাচনী পথসভায় বলেন, “গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের আগে দেশের মানুষ যেভাবে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন ও জেলখানায় শাস্তির মুখোমুখি হয়েছিল, তার একটি ডেমো গত ১৬ মাসে আমরা দেখেছি। ১৭ বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রামের অলিগলি থেকে শহরের বাজার এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর সহ্য করতে চাই না, তবে এবার ব্যালটে বিপ্লব করতে হবে।”
আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ইতোমধ্যে ৩০০ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা তাদের এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। কার কি মার্কা সেটা দেখার সময় নেই। আমাদের দেশ ও জাতির মুক্তি আনতে যাদের ক্ষমতা আছে, তাদেরই ভোট দিন।”
তিনি আশ্বাস দেন, “বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা ও মুক্তির পথে এগোবে। সুশাসন ও সংস্কারের পথে আমরা আবারও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারব।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে মুখপাত্র বলেন, “একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে এসেছে, কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাইছি না, বরং আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য এই ভোট গুরুত্বপূর্ণ।”
আসিফ মাহমুদ আরও বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি গণভোটে না ভোটকে জয়যুক্ত করার জন্য একধরনের ঐক্য গঠন করেছে। আমরা ৫ আগস্টের মতো ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি। এবার ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্য নস্যাৎ করব।”
পথসভায় চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন আসিফ মাহমুদ।
এনএনবাংলা/

আরও পড়ুন
জানুয়ারির ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার
টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন দিল না আইসিসি